সাধারণ শর্তাবলী


সাধারণ শর্তাবলী

শর্তাবলী

পাখিহাট ডট কম বাংলাদেশের প্রথম অনলাইন মার্কেট যেখানে পাখি ও পাখির সাথে সম্পর্কিত সকল জিনিস ক্রেতা ও বিক্রতা তাদের নিজ উদ্যোগে কেনাবেচা করে থাকে। অনুগ্রহ করে এই ওয়েবসাইট ব্যবহার করার পূর্বে শর্তাবলী সম্পর্কে ভালো ভাবে জেনে নিন।

সাধারণ শর্তাবলী

পাখিহাট ডট কম - এ বিজ্ঞাপন দেয়ার জন্য বিষয়বস্তু, লেখা, ছবি, গ্রাফিক্স এবং ভিডিও (“বিষয়বস্তু”) আপলোড করার সময় প্রযোজ্য সকল আইনকানুন মেনে চলার দায়িত্ব বর্তায় বিজ্ঞাপনদাতা এবং ব্যবহারকারীদের উপর। এসকল বিষয়বস্তু বেআইনি হলে এবং এতে অসত্য তথ্য থাকলে পাখিহাট ডট কম দায়বদ্ধ নয়।

বিজ্ঞাপনদাতা এবং ব্যবহারকারীগণ নিশ্চয়তা প্রদান করেন যে, বিজ্ঞাপনের বিষয়বস্তু কোনো স্বত্বাধিকার, মেধা সম্পত্তির অধিকার এবং কোনো ব্যক্তি বা সত্তার অন্য কোনো অধিকার লঙ্ঘন করে না। বিজ্ঞাপনদাতা এবং ব্যবহারকারীগণ এই মর্মে আরো সম্মতি প্রদান করেন যে, এই সার্ভিস গ্রহণের কারনে উদ্ভূত সকল বাধ্যবাধকতা, দায়- দায়িত্ব এবং দাবি থেকে পাখিহাট ডট কম সম্পূর্ণভাবে মুক্ত।

বিজ্ঞাপনদাতারা সম্মতি প্রদান করেন যে, তাদের প্রদানকৃত বিষয়বস্তু পাখিহাট ডট কম-এর শর্তাবলী মেনে পাখিহাট ডট কম -এর অংশীদার সাইট ও গ্রুপ সমূহে উপস্থাপন করা যেতে পারে।

ব্যবহার

পাখিহাট ডট কম- এ বিজ্ঞাপন দেয়ার জন্য বিষয়বস্তু নিন্মোক্ত বিষয়গুলো কোন ভাবেই গ্রহনযোগ্য হবে না যেটা বিজ্ঞাপন দেওয়ার নিয়ম হিসেবে বিবেচিত হবে।

  • এমন জিনিস বা বিষয়বস্তু যা বাংলাদেশ-এ অবৈধ
  • বাংলাদেশের বাহিরে অবস্থিত কোন জিনিস বা বিষয়বস্তু
  • অকার্যকর ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস (ইমেল এ্যাড্রেস অবশ্যই ১০ দিনের মধ্যে ভেরিফাই করতে হবে)
  • অপ্রাপ্ত বয়স্ক কোন পাখি বা প্রাণীর বিজ্ঞাপন (টেম সাইজ বেবি/নিজে খেতে পারেনা এমন কোন পাখি) কোন ভাবেই গ্রহনযোগ্য না। তবে প্যারেন্টস সহ বিক্রয় বা ক্রয় পোস্ট দেওয়া যেতে পারে।
  • ছবি ছাড়া কোন বিজ্ঞাপন
  • অবাস্তব কোন বিজ্ঞাপন
  • আপত্তিকর ভাষা, ছবি, লো্গো
  • বিজ্ঞাপনে দেয়া বিষয়বস্তু বা সেবার সাথে মিল নেই এমন কোনো শিরোনাম বা বর্ণনা
  • বিজ্ঞাপনের সাথে মিল নেই কিংবা বিজ্ঞাপিত আইটেমটি স্পষ্টভাবে দেখা যায় না এমন কোনো ছবি
  • বিজ্ঞাপনে কোনো URL লিঙ্ক দেয়া
  • একই বিজ্ঞাপনে কেনা-বেচা এই দুই ধরনেরই প্রস্তাব দেয়া, তবে এজন্য আপনি বিনিময় অপশনটি নির্বাচন করতে পারবেন
  • একবার বিজ্ঞাপন পোস্ট করার পর বিজ্ঞাপিত পণ্য/সেবাটি বদলানো যাবে না।

স্বত্বাধিকার

পাখিহাট ডট কম - এর অন্তর্ভুক্ত সকল তথ্য ও উপাদান, ওয়েবসাইটের যেকোনো ধরনের তথ্য যেমন স্বত্বাধিকার, নাম, ট্রেডমার্ক, লোগো, সার্ভিস মার্ক, ব্যবসায়িক নাম পাখিহাট ডট কম এর নিজস্ব সম্পত্তি। উল্লেখ্য যে, পাখিহাট ডট কম-এর লিখিত অনুমতি ছাড়া এই সাইটে ও তার সাথে সম্পর্কিত সকল কোন বিষয় নকল/কপি, পুনঃব্যবহার, পুনরায় প্রকাশ, সংরক্ষণ কিংবা আদান-প্রদান করা যাবে না।

ব্যক্তিগত তথ্য

যদি কোনো বিষয়/ছবি/লেখা প্রচলিত আইন লঙ্ঘন করে, পাখিহাট ডট কম - তবে যথাযথ কর্তৃপক্ষকে সহযোগিতা করার অধিকার সংরক্ষণ করে। প্রয়োজনে বিজ্ঞাপণদাতার আইপি, ফোন নাম্বার, ইমেল আইডি সহ অন্যান্য তথ্যাদি, ব্যবহারকারী বা ক্রেতার পরিচয় সনাক্ত করা হতে পারে।

গোপনীয়তা

পাখিহাট ডট কম, ব্যবহারকারী এবং বিজ্ঞাপনদাতার কাছ থেকে তথ্য সংগ্রহ করবে। পাখিহাট ডট কম - ব্যবহার করার একটি শর্ত যে, প্রত্যেক ব্যবহারকারী এবং বিজ্ঞাপনদাতা, পাখিহাট ডট কম -কে তথ্য সংগ্রহ এবং ব্যবহারের অনুমতি প্রদান ও অনুমোদন করে। পাখিহাট ডট কম সংগৃহীত তথ্য এর অ্যাফিলিয়েট কোম্পানী এবং অন্য যেকোনো ব্যক্তির সাথে পাখিহাট ডট কম - পরিচালনার, তাতে সহায়তা করার এবং ব্যবস্থাপনা করার উদ্দেশ্যে, এবং পাখিহাট ডট কম - এর উন্নয়নের, গবেষণা, বিপণন, পণ্য উন্নয়ন ও পরিকল্পনা, কাজে ব্যবহার করতে পারে। পাখিহাট ডট কম - কোন অবস্থাতেই একজনের ব্যক্তিগত তথ্য অন্য কোন প্রতিষ্ঠান বা ব্যাক্তির কাছে হাস্তান্তর ও বিক্রি করবে না।

কুকিজ

এই সাইট “কুকি” ব্যবহার করে। এর মানে হল যে, এই সাইটের সমস্ত বৈশিষ্ট্য ভালোভাবে কাজ করার জন্য আপনার কম্পিউটারে কুকি সক্রিয় থাকতে হবে। কুকি হলো একটি ছোট ডাটা ফাইল যা আপনার হার্ড ড্রাইভে সক্রিয় থাকে যখন আপনি কোন ওয়েব সাইট ব্যবহার করেন। একটি কুকি আপনার হার্ড ডিস্কের বাইরের তথ্য পড়তে বা অন্যান্য সাইটের তৈরি করা কুকি ফাইল পড়তে পারে না। কোনো ব্যবহারকারীর পরিচয় খুঁজে বের করতে কুকিজ নিজে ব্যবহৃত হতে পারে না।

ব্যবহারকারীদের ইমেল ঠিকানা

বিজ্ঞাপন পোস্ট করার জন্যে ব্যবহারকারীদের একটি কার্যকর ইমেইল ঠিকানা জমা দিতে হয়। ব্যবহারকারীর ইমেইল ঠিকানা প্রকাশ্যে প্রদর্শন করা হবে না এবং অন্যান্য ব্যবহারকারীগণ পাখিহাট ডট কম - এর মাধ্যমে ঐ ব্যবহারকারীর নিকট ইমেইল পাঠাতে পারবেন।

পরিবর্তন

পাখিহাট ডট কম - সকল শর্তাবলী পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে। এই জাতীয় পরিবর্তন পর্যালোচনা করার জন্য আপনি দায়বদ্ধ।