নিরাপত্তা ও সতর্কতা


নিরাপত্তা ও সতর্কতা

নিজ এলাকায় লেনদেন করুন। বিক্রেতার সাথে সরাসরি সাক্ষাত করুন। সামনা সামনি না দেখে কখনও কোন জিনিসের জন্য অগ্রীম দিবেন না। নেওয়ার আগে অবশ্যই যাচাই করে নিন এবং পুরোপুরি সন্তুষ্ট হলে তারপর দাম পরিশোধ করুন। পাখি কেনার সময় অবশ্যই কয়েকটি জিনিস খেয়াল করবেনঃ ১) পাখির ড্রপিং ঠিক আছে কি'না, ২) গা ফুলিয়ে বসে থাকলে অসুস্থ্য, ৩) সাধারন ভাবে চলাফেরা না করলে অসুস্থ্য, ৪) খাঁচার রড ধরে ঝুলে থাকলে ভালো, ৫) পাখির ভেন্ট-এ ড্রপিং/পুপস্ লেগে থাকলে অসুস্থ্য। ৬) পাখির ভেন্টের কাছে ফুলে থাকলে চর্বী আছে, ৭) একটু দূর থেকে দেখলে মনে হবে, পাখির গায়ে গ্লেজ আছে, ৮) পালক গুলো শরীরের সাথে টাইট হয়ে মিশে থাকবে।

এতগুলো লক্ষণের পরেও পাখি অসুস্থ্য হতে পারে। তবে, উপরের ৮টির যে কোন ১টি দেখা দিলে সেই পাখি না নেওয়াই ভালো।

নির্জন কোন স্থানে গিয়ে কোন ডেলিভারি আনবেন না বা দেখতে যাবেন না। যদি কোন গলির কাছে যেতে হয়ে থাকে, অবশ্যই কোন দোকান, মার্কেট বা লোকালয় এলাকায় লেনদেন করুন।

একই সময় পণ্য ও অর্থ লেনদেন করুনঃ

ক্রেতা সাধারণ - পণ্য বুঝে পাওয়ার পূর্বে কোনো অর্থ পরিশোধ করবেন না।

বিক্রেতাগণ - অর্থ বুঝে পাওয়ার পূর্বে কোনো জিনিসপত্র কুরিয়ার বা অন্য কোন ভাবে কোথাও পাঠাবেন না।

আপনার নিজের বিচার-বুদ্ধি ব্যবহার করুন। যে কোনো প্রকার অবিশ্বাস্য অফার থেকে বিরত থাকুন।

কোনো অবস্থাতেই আপনার আর্থিক তথ্য প্রকাশ করবেন না। যেমন আপনার ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল ব্যাংকিং একাউন্ট, পাসওয়ার্ড, পিন নাম্বার, এটিএম কার্ডের নাম্বার ইত্যাদি।

স্ক্যাম এবং জালিয়াতির ব্যাপারে সতর্ক থাকুন

পাখিহাট ডট কম কোনো প্রকার আর্থিক সুবিধা বা নিরাপত্তা প্রদান করে না। ক্রেতা ও বিক্রেতার কাছ থেকে কোন প্রকার অর্থ পাখি হাট ডট কম গ্রহন করে না। এই জাতীয় কোনো ইমেইল বা এসএমএস পেয়ে থাকলে আমাদের জানান। 

নকল বা ভুয়া তথ্যের জন্যে আবেদন।  পাখিহাট ডট কম আপনার ব্যক্তিগত তথ্য চেয়ে কখনো ইমেইল বা ম্যাসেজ পাঠায় না। এমন কোন লিংকে ক্লিক করবেন না যেখানে আপনার ব্যক্তিগত তথ্যের বিবরণ আমাদের কাছে প্রদানের জন্য ইমেইল পাঠানো হয়। অনুগ্রহ করে আমাদেরকে তা অবিলম্বে জানান এবং সেই ইমেইলটি মুছে ফেলুন।

কোন প্রকার ক্রয় বা বিক্রয় করার জন্য অতিরিক্ত কোন ফি প্রদান করবেন না। পাখিহাট ডট কম বিজ্ঞাপনের জন্য কোন ফি গ্রহন করে না, এবং এমন কোন পন্য বিক্রয়ের অনুমতি দেয় না যা বাংলাদেশ-এর মধ্যে অবস্থিত নয়, তাই আমদানি ও দালালি ফি কখনও প্রযোজ্য হবে না।

আমাদের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রয়েছে:

আপনার পোস্টকৃত বিজ্ঞাপন থেকে ইমেইল অ্যাড্রেস গোপন রাখা হয় স্প্যাম থেকে সুরক্ষার জন্য। মোবাইল নাম্বার প্রথমটুকু হাইড করে ইমেজ করা হয় স্প্যাম থেকে রক্ষার জন্য।

এছাড়াও আমরা আপনাকে ফোন নাম্বার গোপন রাখার অপশনটি দিচ্ছি যাতে করে আপনি মেনুয়্যাল স্প্যাম থেকে সুরক্ষিত থাকতে পারেন।

আমরা আমাদের ওয়েবসাইটে নতুন প্রযুক্তির উন্নয়ন সাধন করে থাকি যাতে কোনো ধরনের সন্দেহজনক বা অনুপযুক্ত কার্যক্রম সনাক্ত করতে ও সহজেই বাধাদান করতে পারি।

সঠিক অভিযোগ পেলে উক্ত ব্যবহারকারীর একাউন্ট লক করে দেওয়া হয়।

নিরাপত্তা সমস্যার কথা আমাদের জানান

যদি আপনার মনে হয় যে আপনি জালিয়াতির শিকার হতে পারেন, তবে অনুগ্রহ করে তৎক্ষণাৎ তা আমাদের নিকট রিপোর্ট করুন। যদি আপনি প্রতারিত হয়ে থাকেন, তবে আপনাকে আপনার স্থানীয় থানায় যোগাযোগ করার জন্যও পরামর্শ দেয়া হলো।

পাখিহাট ডট কম এর ব্যবহারকারীদের তথ্য গোপনীয়তা রক্ষায় বদ্ধপরিকর এবং তাই, ব্যবহারকারীর তথ্য সকলের নিকট প্রকাশ করা হয় না। তবে, আমরা আমাদের ব্যবহারকারীদের নিরাপত্তা বিধানে অঙ্গীকারাবদ্ধ এবং সে কারনে প্রতারণা বা অন্যান্য অপরাধমূলক কার্যক্রমের সাথে সংশ্লিষ্টতা রয়েছে এমন বিষয়ে পুলিশ প্রশাসন থেকে কোনো তথ্যের জন্য অনুরোধ করা হলে আমরা তাঁদেরকে সহায়তা করবো।

আমরা নিরাপত্তার জন্য আমাদের কাছে রেজিস্টারকৃত ব্যবহারকারীর তথ্য, ব্রাউজার, আইপি এ্যাড্রেস সহ সাধারন তথ্য নিরাপত্তার জন্য গোপন রাখি এবং প্রয়োজনে সেটা প্রশাসনের কাছে তুলে দেই।